ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ২০২৬ আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে ভক্তদের আগ্রহও স্বাভাবিকভাবেই বেশি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, মুস্তাফিজ কতদিন খেলতে পারবেন তা ইতোমধ্যে পরিষ্কারভাবে ঠিক করা হয়েছে। তিনি বলেন,
“মুস্তাফিজ কতটুকু খেলতে পারবেন না তা বোঝার পরও দল তাকে নিয়েছে। মূল ম্যাচগুলোতে তিনি অংশ নেবেন। আইপিএলের খেলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।”
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুস্তাফিজ এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় দেশে ফিরবেন। তিন ম্যাচের সিরিজ শেষে তিনি আবার আইপিএলে যোগ দেবেন।
এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় কোনো আপত্তি নেই। তিনি বলেছিলেন,
“আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই আমরা ন্যূনতম প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের দেশে ফিরতে দেব। আমাদের লক্ষ্য তারা যত বেশি সময় খেলতে পারে, তা নিশ্চিত করা।” এভাবে মুস্তাফিজের আইপিএল খেলা দেশের ক্রিকেট ফ্যানদের জন্য নতুন রোমাঞ্চের সূত্রপাত করবে।