নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা ও মা র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
বাবা: মো. হুমায়ুন কবির (৭০), মা: মোছা. হাসি বেগম (৬০) র্যাব-১০-এর লিগ্যাল ও মিডিয়া উইং-এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালীন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা-মাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী ফয়সাল তার বোন জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় প্রায়ই যাতায়াত করত। হত্যাচেষ্টার দিন রাতের ঘটনা অনুসারে— ফয়সাল একটি কালো ব্যাগ নিয়ে বোনের বাসায় যায় এবং পরে সেটি ফেলে দেয়। নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ছাদে ফেলে, অন্যটি মা হাসি বেগমকে দেয়। পরে বাবা-মার সঙ্গে দেখা করে নিরাপদ অবস্থান নিশ্চিত হওয়ার পর আগারগাঁও থেকে মিরপুর ও শাহজাদপুরে চলে যায়। ফয়সালের বাবা একটি সিএনজি ভাড়া করে ব্যাগ বহনের জন্য এবং কিছু টাকা সরবরাহ করেন। পরে পরিবার কেরাণীগঞ্জে ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কাছে আসে এবং দুটি নতুন মোবাইল সিম কিনে ব্যবহার করে।
গ্রেফতার হওয়া বাবা-মাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।