জেডটিভি বাংলা ডেস্ক :
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ফোলা (ইডেমা) এখনও কমেনি। তাই চিকিৎসার ক্ষেত্রে এখন ‘টাইম উইন্ডো’কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।
ডা. আহাদ জানান, জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে হাদির ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে। নিউরোলজিক্যাল রেসপন্সে কোনো দৃশ্যমান উন্নতি বা অবনতি লক্ষ্য করা যায়নি। সুতরাং চিকিৎসকরা এখন মূলত সময়ের উপর নজর রাখছেন—দেখতে চাইছেন নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’-তে শরীর কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে কি না।
ডা. আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এজন্য শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবও নাকচ করেছেন। ডা. আহাদ স্পষ্ট করেছেন, হাদি চোখ খুলেছেন বা অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের কোনো তথ্য সত্য নয়।
তবে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। পরিবার ও সহকর্মীরাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছেন এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ করেছেন।