নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্পের কারণে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে এখন ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, “বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নিরাপত্তার কারণে মেট্রোরেল বন্ধ ছিল। ৪০ মিনিটের বিরতির পর আগের মতো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়েছে।”
সরকারি ছুটির দিন হওয়ায় আজ ট্রেন চলাচল উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলবে। প্রথম ট্রেন উত্তরা উত্তর থেকে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ে।
ডিএমটিসিএলের নিয়ম অনুযায়ী, সাধারণ দিনে (শুক্রবার ছাড়া) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত যেকোনো স্টেশন থেকে সিংগেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র্যাপিড পাস টপ-আপ করা যায়। শুক্রবার বিকেল ২টা ৪৫ মিনিট থেকে শুধু উত্তরা উত্তর এবং বিকেল ৩টা ৫ মিনিট থেকে মতিঝিল স্টেশনে এই সুবিধা কার্যকর হয়।
এভাবে ঢাকা মেট্রোরেল বিজয় দিবসের অনুষ্ঠানকালীন সাময়িক বিরতি সাপেক্ষেও স্বাভাবিকভাবে চলাচল অব্যাহত রেখেছে।