January 9, 2026, 10:31 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

কুসুম সিকদারের স্টাইলিশ লুকে নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক :

অভিনয়ে যেমন সাবলীল, তেমনি ফ্যাশন সেন্সেও বরাবরই আলাদা নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। নাটক ও চলচ্চিত্র— দুই মাধ্যমেই নিজের অভিনয়গুণে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক নতুন ছবি শেয়ার করেছেন কুসুম সিকদার। ছবি প্রকাশের পরপরই তা নেটিজেনদের দৃষ্টি কাড়ে এবং মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। খোলামেলা ও ট্রেন্ডি পোশাকে, বড় দুল এবং আত্মবিশ্বাসী বোল্ড লুকে কুসুম যেন নতুন করে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরেছেন।

ক্যাজুয়াল শর্ট স্কার্টের সঙ্গে চোখে রোদচশমা ও হাতে মানানসই ঘড়ি— সব মিলিয়ে তার স্টাইলিং ছিল নজরকাড়া। এই লুকে অভিনেত্রীর সৌন্দর্য ও ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলে মত ভক্তদের।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘মানুষ এত সুন্দর হয় কীভাবে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী, আপনাকে ভীষণ মিষ্টি আর কিউট লাগছে।’ নেটিজেনদের এই ভালোবাসাই প্রমাণ করে, স্টাইল ও সৌন্দর্যে কুসুম সিকদার এখনো দর্শকদের হৃদয়ে সমান জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *