January 9, 2026, 10:31 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ধোনি থেকে পান্ত: আইপিএলের প্রতিটি মৌসুমের সর্বোচ্চ দামী তারকারা

স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কোটি টাকার লড়াই, তারকাদের দামের ঝনঝনানি আর নতুন নতুন রেকর্ড। এবারের মিনি আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে প্রায় এক হাজার খেলোয়াড় বাদ পড়েন। মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ১০টি দল নিজেদের ৭৭টি শূন্যস্থান পূরণে দর হাঁকায় ৩৬৯ জন ক্রিকেটারের জন্য। এর মধ্যে বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি জায়গা।

আইপিএল নিলাম এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সবচেয়ে দামী ক্রিকেটার। গত মৌসুমে ইতিহাস গড়েন ঋশাভ পান্ত। ২৭ কোটি রুপিতে তিনি হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়। এর আগে ২০২৫ সালের মেগা নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দল পান ভেঙ্কটেশ আইয়ার। প্রতি বছরই নতুন রেকর্ডের মাধ্যমে প্রমাণ হচ্ছে, কত দ্রুত আর কত বড় পরিসরে বেড়ে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

আইপিএলের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথম আসরেই মহেন্দ্র সিং ধোনি ৬ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ দামে বিক্রি হন। ২০০৯ সালে সেই রেকর্ড ভাঙেন কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ। ২০১১ সালে প্রথমবারের মতো ১০ কোটি রুপির গণ্ডি পেরোন গৌতম গম্ভীর। এরপর রবীন্দ্র জাদেজা, যুবরাজ সিং, বেন স্টোকস, ক্রিস মরিসদের হাত ঘুরে একের পর এক নতুন উচ্চতায় পৌঁছেছে নিলামের দাম।

২০২৪ সালে মিচেল স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দল পেয়ে ইতিহাস গড়েন। একই আসরে প্রথমবার ২০ কোটি রুপির ক্লাবে ঢোকেন প্যাট কামিন্স। তবে সব রেকর্ড ছাপিয়ে যান ঋশাভ পান্ত, যিনি ২০২৫ সালে ২৭ কোটি রুপিতে লখনউয়ের হয়ে সর্বোচ্চ দামের খেলোয়াড়ে পরিণত হন।

এক নজরে আইপিএলের প্রতিটি মৌসুমের সর্বোচ্চ দামী খেলোয়াড়রা—

  • ২০০৮: মহেন্দ্র সিং ধোনি – চেন্নাই সুপার কিংস – ৬ কোটি রুপি
  • ২০০৯: কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ – বেঙ্গালুরু, চেন্নাই – ৭ কোটি ৫৫ লাখ রুপি
  • ২০১০: শেন বন্ড, কিয়েরন পোলার্ড – কলকাতা, মুম্বাই – ৪ কোটি ৮০ লাখ রুপি
  • ২০১১: গৌতম গম্ভীর – কলকাতা – ১১ কোটি ৪ লাখ রুপি
  • ২০১২: রবীন্দ্র জাদেজা – চেন্নাই – ১২ কোটি ৮০ লাখ রুপি
  • ২০১৩: গ্লেন ম্যাক্সওয়েল – মুম্বাই – ৬ কোটি ৩০ লাখ রুপি
  • ২০১৪: যুবরাজ সিং – বেঙ্গালুরু – ১৪ কোটি রুপি
  • ২০১৫: যুবরাজ সিং – দিল্লি – ১৬ কোটি রুপি
  • ২০১৬: শেন ওয়াটসন – বেঙ্গালুরু – ৯ কোটি ৫০ লাখ রুপি
  • ২০১৭: বেন স্টোকস – পুনে – ১৪ কোটি ৫০ লাখ রুপি
  • ২০১৮: বেন স্টোকস – রাজস্থান – ১২ কোটি ৫০ লাখ রুপি
  • ২০১৯: জয়দেব উনারকাট, বরুণ চক্রবর্তী – রাজস্থান, কলকাতা – ৮ কোটি ৪০ লাখ রুপি
  • ২০২০: প্যাট কামিন্স – কলকাতা – ১৫ কোটি ৫০ লাখ রুপি
  • ২০২১: ক্রিস মরিস – রাজস্থান – ১৬ কোটি ২৫ লাখ রুপি
  • ২০২২: ইশান কিষাণ – মুম্বাই – ১৫ কোটি ২৫ লাখ রুপি
  • ২০২৩: স্যাম কারান – পাঞ্জাব – ১৮ কোটি ৫০ লাখ রুপি
  • ২০২৪: মিচেল স্টার্ক – কলকাতা – ২৪ কোটি ৭৫ লাখ রুপি
  • ২০২৫: ঋশাভ পান্ত – লখনউ – ২৭ কোটি রুপি

আইপিএলের প্রতিটি নিলামই যেন নতুন এক ইতিহাসের সাক্ষী—যেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সের পাশাপাশি বাজারমূল্যও হয়ে ওঠে শিরোনামের মূল আকর্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *