স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কোটি টাকার লড়াই, তারকাদের দামের ঝনঝনানি আর নতুন নতুন রেকর্ড। এবারের মিনি আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে প্রায় এক হাজার খেলোয়াড় বাদ পড়েন। মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ১০টি দল নিজেদের ৭৭টি শূন্যস্থান পূরণে দর হাঁকায় ৩৬৯ জন ক্রিকেটারের জন্য। এর মধ্যে বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি জায়গা।
আইপিএল নিলাম এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সবচেয়ে দামী ক্রিকেটার। গত মৌসুমে ইতিহাস গড়েন ঋশাভ পান্ত। ২৭ কোটি রুপিতে তিনি হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়। এর আগে ২০২৫ সালের মেগা নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দল পান ভেঙ্কটেশ আইয়ার। প্রতি বছরই নতুন রেকর্ডের মাধ্যমে প্রমাণ হচ্ছে, কত দ্রুত আর কত বড় পরিসরে বেড়ে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
আইপিএলের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথম আসরেই মহেন্দ্র সিং ধোনি ৬ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ দামে বিক্রি হন। ২০০৯ সালে সেই রেকর্ড ভাঙেন কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ। ২০১১ সালে প্রথমবারের মতো ১০ কোটি রুপির গণ্ডি পেরোন গৌতম গম্ভীর। এরপর রবীন্দ্র জাদেজা, যুবরাজ সিং, বেন স্টোকস, ক্রিস মরিসদের হাত ঘুরে একের পর এক নতুন উচ্চতায় পৌঁছেছে নিলামের দাম।
২০২৪ সালে মিচেল স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দল পেয়ে ইতিহাস গড়েন। একই আসরে প্রথমবার ২০ কোটি রুপির ক্লাবে ঢোকেন প্যাট কামিন্স। তবে সব রেকর্ড ছাপিয়ে যান ঋশাভ পান্ত, যিনি ২০২৫ সালে ২৭ কোটি রুপিতে লখনউয়ের হয়ে সর্বোচ্চ দামের খেলোয়াড়ে পরিণত হন।
এক নজরে আইপিএলের প্রতিটি মৌসুমের সর্বোচ্চ দামী খেলোয়াড়রা—
আইপিএলের প্রতিটি নিলামই যেন নতুন এক ইতিহাসের সাক্ষী—যেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সের পাশাপাশি বাজারমূল্যও হয়ে ওঠে শিরোনামের মূল আকর্ষণ।