বিনোদন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসেই সংগীতের মাধ্যমে আলোচনায় উঠে এলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জন কবির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সামনে গিটার বাজিয়ে সংগীত পরিবেশন করছেন তিনি। তার সঙ্গে কণ্ঠে ছিলেন সংগীতশিল্পী রুহিন হোসেন।
জানা গেছে, নিউইয়র্কের কুইন্স এলাকায় মেয়র জোহরান মামদানির সমর্থনে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে ঠিকানা গ্রুপ। ওই আয়োজনে অংশ নিয়ে প্যানিক অ্যাট দ্য ডিসকো ব্যান্ডের জনপ্রিয় গান ‘হাই হোপস’ পরিবেশন করেন জন কবির ও রুহিন হোসেন।
ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের সময় শিল্পীদের পারফরম্যান্স বেশ উপভোগ করেন মেয়র মামদানি। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও বন্ধুসুলভ পরিবেশে ভরপুর।
এ বিষয়ে জন কবির গণমাধ্যমকে বলেন, “জোহরান মামদানি খুবই অসাধারণ একজন মানুষ। মনে হচ্ছিল, কোনো ভাই বা কাছের বন্ধুর সামনে গান গাইছি।”
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মামদানির সাংস্কৃতিক মনোভাব ও সংগীতপ্রেমের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, প্রায় ৪০ মিনিট ধরে চলা ওই অনুষ্ঠানে আলাদাভাবে মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ না পেলেও ভবিষ্যতে মামদানির সঙ্গে কোনো সাংস্কৃতিক বা সৃজনশীল কাজে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জন কবির।