বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক: চলছে বিয়ের জমজমাট মৌসুম। রঙিন সাজসজ্জা, গয়না আর উৎসবের আনন্দের সঙ্গে বিয়েবাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকে বাহারি খাবারের আয়োজন। নিমন্ত্রণ মানেই ভোজনরসিকদের কাছে ডায়েট ভুলে পছন্দের পদ উপভোগ করার সুযোগ। তবে বলিউডের খ্যাতিমান পরিচালক-প্রযোজক করণ জোহরের ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন।
সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে করণ জোহর জানান, তিনি আজ পর্যন্ত কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে একবারও খাবার খাননি। এমনকি যেকোনো বড় অনুষ্ঠানেও খাবার এড়িয়ে চলেন তিনি।
অনুষ্ঠানে অভিনেত্রী কৃতি খরবন্দা ও অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে বিয়ে প্রসঙ্গে আলাপ করছিলেন করণ। আলোচনার এক পর্যায়ে তিনি তাদের কাছে জানতে চান, বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী ছিল। দম্পতি দু’জনই একবাক্যে উত্তর দেন—‘ভালো ও সুস্বাদু খাবার।’
এরপর বিয়েবাড়ির জমকালো ভোজ নিয়ে স্বাভাবিক আলোচনা শুরু হলে করণ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠানে আমি কখনো খাবার খাই না। খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা আমাকে খুব অস্বস্তিতে ফেলে। দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতেও আমার ভালো লাগে না। তাই আমি সাধারণত বিয়েবাড়ির খাবার এড়িয়ে চলি।’
মজার বিষয় হলো, করণ জোহরের নির্মিত সিনেমায় বিয়ের দৃশ্য মানেই চোখ ধাঁধানো আয়োজন, রঙিন পোশাক, আবেগ আর নাটকীয়তার ভরপুর উপস্থিতি। পর্দায় জমকালো বিয়ের আয়োজন দেখালেও বাস্তব জীবনে তিনি নিজে বিয়েবাড়ির খাবার থেকে দূরেই থাকেন।
উল্লেখ্য, সম্প্রতি শিল্পপতি রাজু মান্টেনার কন্যা নেত্রা মান্টেনার বিয়ের অনুষ্ঠানে করণ জোহরকে সঞ্চালকের ভূমিকায়ও দেখা গেছে।