নিজস্ব প্রতিবেদক :
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যদের মতে, তার মস্তিষ্কের অবস্থা “খুবই খারাপ” এবং ক্লিনিক্যালি এখনও অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর বিষয়েও কাজ চলছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত জরুরি মেডিকেল বোর্ডের বৈঠকের পর একজন চিকিৎসক জানিয়েছেন, হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ও অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে। কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও রয়েছে। এর অর্থ, সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই সংকটজনক।
চিকিৎসকরা জানান, ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে এবং দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।
এছাড়া, হাদির রক্তের কোয়াগুলেশন সমস্যা—ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি)—বর্তমানে অপরিবর্তিত রয়েছে, তবে নতুন কোনো সংকট তৈরি হয়নি। চিকিৎসকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন মস্তিষ্কের অবস্থা নিয়ে। ব্রেন স্টেম ইনজুরি এখনও গুরুতর এবং অপারেশন করা অংশের বিপরীত পাশের মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে।
বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে, যা বিদেশের হাসপাতাল পর্যালোচনা করে গ্রহণ করলে হাদিকে পাঠানোর বিষয়টি বিবেচনায় আনা হবে। সম্ভাব্য গন্তব্য হিসেবে থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে। তবে হাদির শারীরিক স্থিতিশীলতা বিদেশে স্থানান্তরের উপযোগী কি না, তা এখনও নিশ্চিত নয়।