নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় জানিয়েছেন, “মহান বিজয় দিবসে নিরাপত্তা ও অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থে পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হলো।”
বার্তায় emphasise করা হয়েছে, উৎসব ও শ্রদ্ধা অনুষ্ঠানের সময় ড্রোন ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে।