নিজস্ব প্রতিবেদক :
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম গণহত্যাকারীর তালিকায় উল্লেখ থাকবে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, “প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিস্টাব্দের জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।”