বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা অভিনয়ের বৈচিত্র্য দিয়ে অল্প সময়েই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত অনুভূতি, জন্মদিন নিয়ে ভাবনা এবং নতুন কাজের কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন।
জন্মদিন নিয়ে আগের মতো আর উচ্ছ্বাস অনুভব করেন না বলে জানিয়েছেন তিশা। তার ভাষায়, ‘এখন জন্মদিন নিয়ে খুব একটা এক্সাইটেড থাকি না। আগের মতো উচ্ছ্বাস কাজ করে না। ২০২২ সালের দিকে আমি অনেক বেশি আনন্দিত থাকতাম।’
এই পরিবর্তনের পেছনে বয়সকেই কারণ হিসেবে দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘বয়স বাড়ছে, হয়তো সে কারণেই এক্সাইটমেন্টটা আর নেই। এখন এসব আর ভালো লাগে না।’
এদিকে, শিগগিরই নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন তাসনুভা তিশা। ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন জয়নীকা চৌধুরী। নাটকটি মুক্তি পাবে ‘রঙ্গন’ ইউটিউব চ্যানেলে।
নাটকের নামের সঙ্গে জীবনের বাস্তবতার পার্থক্যের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিশা বলেন, ‘লাইফ ইজ নট অলওয়েজ বিউটিফুল, জীবন আসলে অনেক কঠিন।’