নিজস্ব প্রতিবেদক :
২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টার কাছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছেন।
সংগঠনের সভাপতি বাদিউল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অবস্থানকালে ঢাকা পোস্টকে তিনি জানান, দাবি পূরণে সরকারিভাবে সমাধানের উদ্যোগ না এলে তারা পরবর্তী কর্মসূচিতে যাবে।
এ বিষয়ে উপদেষ্টার প্রতিক্রিয়া বা সরকারি কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।