বিনোদন ডেস্ক :
বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবার বড় পর্দায় অভিষেক করতে চলেছেন ‘কিং’ ছবির মাধ্যমে। বিশেষ আকর্ষণ—ছবিতে অভিনয় শিখতে তাকে সরাসরি শাহরুখ নিজেই অ্যাকশন প্রশিক্ষণ দিচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য ফাঁস করেন শাহরুখের প্রিয় বন্ধু ও পরিচালক ফারাহ খান। তিনি জানান, সুহানাকে শুটিং সেটকেই পুরো প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত করেছেন শাহরুখ, যেখানে তিনি নিজে হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যে প্রস্তুত করছেন।
ফারাহ খানের কথায়, “শাহরুখের ছেলে আরিয়ান খান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে বড় পর্দায় ‘কিং’-এ দেখা যাবে।” শাহরুখ হাসি দিয়ে সম্মতি জানিয়েছেন।
সুহানার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিস’ ওটিটি ছবির মাধ্যমে। তবে এবার দর্শকরা তাকে ফুল অ্যাকশন অভিষেকের সাথে বড় পর্দায় দেখবেন।