নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।
তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে এবং আজ যে তালিকা প্রকাশ করা হলো এটি প্রাথমিক তালিকা। তিনি বলেন, “যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে যাচাই করে প্রার্থিতা বাতিল করা হবে।” সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এনসিপির মনোনয়ন তালিকায় রয়েছে বেশ কিছু ‘ব্যতিক্রমধর্মী’ নির্বাচন।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটে সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন। প্রার্থীরাও ‘হ্যাঁ’ ভোটেই ভোট চাইবেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কেউ মনোনয়ন পেলে জানালে সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।”
তিনি আরও জানান, “এটি শুধু প্রথম তালিকা। আরও দুই দফায় বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”