January 10, 2026, 1:23 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

জয়ে ফিরল লিভারপুল-বায়ার্ন, অ্যাতলেটিকোকে জেতালেন আলভারেজ

স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল। সান সিরোয় ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ টেবিলে খানিকটা স্বস্তি পেল আর্নে স্লটের দল। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ এবং অ্যাতলেটিকো মাদ্রিদও।

সান সিরোয় দুই দলই খেলেছে সতর্কতায় ভর করে। প্রথমার্ধে খুব বেশি গতি না থাকলেও লিভারপুল গোলের সুযোগ পেয়েছিল—কিন্তু গোললাইন অতিক্রম করা বলটি হাতে লেগে যাওয়ায় বাতিল হয়।

শেষ পর্যন্ত ম্যাচের গল্প বদলায় ৮৬তম মিনিটে। ডি-বক্সে ফ্লোরিয়ান ভির্টজকে টেনে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিকে গোল করেন ডোমিনিক সোবোজলাই। ফল: লিভারপুল ১–০ ইন্টার মিলান। এই হারের পর ইন্টার নেমে গেছে টেবিলের পাঁচে (৬ ম্যাচে ১২ পয়েন্ট)। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এসেছে অষ্টম স্থানে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ পুরো ম্যাচজুড়ে দাপট দেখালেও প্রথম গোলটা খায় আত্মঘাতী ভুলে। ৫৪ মিনিটে জশুয়া কিমিচের অটো-গোলে লিড নেয় স্পোর্টিং লিসবন।

তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৬৫ মিনিট: সার্জ গ্যানাব্রি সমতা, ৬৯ মিনিট: লেনার্ট কার্লের গোল, বায়ার্ন লিড, ৭৭ মিনিট: জোনাথন টাহ ব্যবধান বাড়ান, ২৩টি শট, ৯টি অন টার্গেটে রাখা বায়ার্ন শেষ পর্যন্ত জেতে ৩–১ ব্যবধানে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের দুই নম্বরে। শীর্ষে রয়েছে সমান পয়েন্ট পাওয়া আর্সেনাল, যারা একটি ম্যাচ কম খেলেছে।

পিএসভির বিপক্ষে খেলার শুরুতেই পিছিয়ে পড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে দুর্দান্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ ৩৭ মিনিটে দলকে ফিরিয়ে আনেন সমতায়। পরে ডেভিড হ্যাঙ্কো ও আলেকজান্ডার সোরলোথের গোলে ৩–১ ব্যবধান তৈরি করে দিয়েগো সিমিওনের দল। পিএসভি শেষ দিকে আরেকটি গোল করে রোমাঞ্চ আনলেও যথেষ্ট হয়নি- ফল: অ্যাতলেটিকো ৩–২ পিএসভি। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো রয়েছে টেবিলের সাত নম্বরে। তাদের ওপরে একই পয়েন্টে আছে পিএসজি, ইন্টার ও রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে ঠিক পরেই অবস্থান লিভারপুলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *