January 12, 2026, 4:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

আমাকে একা ছেড়ে চলে গেলে : হেমা মালিনী

বিনোদন ডেস্ক :

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র বেঁচে থাকলে আজ ৮ ডিসেম্বর পালন করতেন তাঁর ৯০তম জন্মদিন। কিন্তু প্রায় দু’সপ্তাহ আগে ‘হি-ম্যান’ বিদায় নেওয়ায় দিনটি রূপ নিয়েছে শোকের ও স্মৃতিচারণার। প্রিয় স্বামীকে হারানোর ব্যথায় ভেঙে পড়েছেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। জন্মদিনের এই দিনে তিনি শেয়ার করেছেন এক হৃদয়ছোঁয়া বার্তা।

“আমাকে একা রেখে চলে গেলে” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হেমা লিখেছেন “তুমি চলে যাওয়ারও এখন সপ্তাহখানেক হয়ে গেছে। আমাকে একা ছেড়ে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।”

তিনি আরও লেখেন, “জানি, তোমার আত্মা সারাজীবন আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে সুন্দর দুই সন্তান দিয়েছ, আর দিয়েছে অসংখ্য সুখ–স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটবে আমার বাকি জীবন। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।”

ধর্মেন্দ্র–হেমার সম্পর্ক

দীর্ঘ ক্যারিয়ারে বহু নারীর স্বপ্নের নায়ক ছিলেন ধর্মেন্দ্র। জীবনের এক পর্যায়ে তিনি প্রেমে পড়েন হেমা মালিনীর। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়ে, ধর্মীয় আনুষ্ঠানিকতা পাল্টে হেমাকে বিয়ে করেন তিনি। দুই পরিবারের জটিলতা, টানাপোড়েন ও আবেগঘন সম্পর্ক বহু বছরই আলোচনার কেন্দ্রে ছিল।

পরিবারের অন্যান্য সদস্যদের শোকবার্তা

ধর্মেন্দ্রর প্রথম সংসারের দুই ছেলে সানি দেওল ও ববি দেওলও জন্মদিনে বাবাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন। সানি দেওলের আবেগঘন বার্তায় ফুটে উঠেছে বাবার অভাববোধ। অন্যদিকে, হেমার দুই কন্যা— ঈশা দেওল ও অহনা দেওলও জানিয়েছেন, তাঁরা প্রতিদিনই বাবাকে গভীরভাবে মিস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *