নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিবের ‘অপ্রত্যাশিত আচরণে’ তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ করা হয়েছে, গত ২ ডিসেম্বর ন্যায্য দাবি-সংক্রান্ত কার্যবিবরণী জমা দিতে সিইসির কাছে গেলে জ্যেষ্ঠ সচিব কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অপ্রত্যাশিত আচরণ করেন। অ্যাসোসিয়েশন বলেছে, এ ধরনের আচরণের কারণে অফিসিয়াল কাজে বাধা সৃষ্টি হলে তার দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।
জরুরি সভায় ৯টি সিদ্ধান্ত
৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে এক জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্ভিস কমিশন বাস্তবায়ন ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে নয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যবিবরণীতে স্বাক্ষর করেন সদস্য সচিব মো. ইউসুফ-উর-রহমান ও আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।
গৃহীত ৯টি সিদ্ধান্ত
১. নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়ন
বিধিমালা দ্রুত প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়।
২. রিটার্নিং অফিসার নিয়োগে পরিবর্তন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ভবিষ্যৎ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের দাবি তোলা হয়।
৩০০ আসনে দুইজন করে সহকারী আরও নিয়োগ ও ইউএনওসহ উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়ার প্রস্তাব জানানো হয়।
৩. পদ আপগ্রেডেশন ও পদোন্নতি
উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে উন্নীত করার পাশাপাশি সব পদোন্নতিযোগ্য কর্মকর্তাকে দ্রুত পদোন্নতির দাবি করা হয়।
৪. অফিসকে স্বয়ংসম্পূর্ণকরণ
উপজেলা নির্বাচন অফিসে অতিরিক্ত জনবল সৃজন— ২ ডাটা এন্ট্রি অপারেটর, ১ স্ক্যানিং অপারেটর, ১ পরিচ্ছন্নতা কর্মী, ১ নিরাপত্তা কর্মী, এ ছাড়া দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি করা হয়।
৫. পূর্ণাঙ্গ কমিটি গঠন
উপজেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ ও আঞ্চলিক কমিটি দ্রুত ঘোষণা এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি ঐক্য পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়।
৬. যানবাহন বরাদ্দ
উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য ডাবল কেবিন পিকআপ এবং সহকারী কর্মকর্তাদের জন্য নতুন মোটরসাইকেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। বিকল্প ব্যবস্থায় উপজেলা পরিষদের অব্যবহৃত গাড়ি বরাদ্দ দেওয়ার দাবি করা হয়।
৭. ভোটার তালিকা মুদ্রণের দায়িত্ব
পূর্বের নির্বাচনের মতো আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার তালিকা মুদ্রণের দায়িত্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসারের কাছে দেওয়ার দাবি জানানো হয়।
৮. সিইসি-কে ধন্যবাদ
সার্ভিস কমিশন বাস্তবায়ন, পদোন্নতি ও আপগ্রেডেশন বিষয়ে আশ্বাস দেওয়ায় ২ ডিসেম্বর সিইসি-কে ধন্যবাদ জানায় অ্যাসোসিয়েশন।
৯. জ্যেষ্ঠ সচিবের আচরণের নিন্দা
২ ডিসেম্বর কর্মকর্তাদের সঙ্গে জ্যেষ্ঠ সচিবের ‘অপ্রত্যাশিত আচরণে’ ক্ষোভ প্রকাশ করা হয়। অ্যাসোসিয়েশন জানায়, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলো এবং এ ধরনের ঘটনার কারণে কাজ ব্যাহত হলে তার দায়ভার কর্তৃপক্ষের থাকবে।