নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আগামী ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেতে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
সারাহ কুক জানান, ২০২৯ সালের পরেও তৈরি পোশাকসহ বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রায় ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে। তার মতে, এই সুবিধা বাংলাদেশের রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে সহায়তা করবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিস্তারে আগ্রহী এবং এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন।