January 11, 2026, 3:47 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বললো জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ‘বিএনপি–জামায়াত অস্ত্রের মহড়ায় প্রতিযোগিতায় লিপ্ত’—এমন অভিযোগ তোলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগটিকে ‘অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আখতার হোসেনের বক্তব্য নিছক ‘সস্তা রাজনীতি’ ছাড়া কিছু নয়।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপি নেতা আখতার হোসেন যে ‘অস্ত্রের রাজনীতি’ বা ‘অস্ত্রের মহড়া’র অভিযোগ তুলেছেন, তার কোনো ভিত্তি নেই এবং তা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। আইনের শাসন, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি বরাবরই অঙ্গীকারবদ্ধ। আমাদের ইতিহাস ও রাজনৈতিক আচরণে এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।”

তিনি বলেন, গণ–অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত রাখতে জামায়াত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়ে আসছে। সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডে দলটি কখনোই বিশ্বাসী নয় বলেও দাবি করেন তিনি।

আখতার হোসেনকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, “এ ধরনের বিভাজনমূলক ও উত্তেজনামূলক মন্তব্য জাতির উপকারে আসে না। অসত্য প্রচারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।” তিনি গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন ও দেশবাসীকে মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *