নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “পচা এই সমাজ আর চলবে না, পরিবর্তন করতেই হবে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে অন্ধকারে রেখে কিছুই করব না। জনগণকে সঙ্গে নিয়ে আলোয় এনে সমাজকে বদলাতে ও গড়তে চাই।”
মঙ্গলবার দুপুরে রাজধানীর রোকেয়া সরণির মেহফিল কনভেনশন হলে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা-১৫ আসন জামায়াতে ইসলামী। এতে মহানগর জামায়াত নেতৃবৃন্দ এবং চিকিৎসা খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, দেশের যুবকদের প্রত্যাশা পূরণ, মানবিক, দরদি এবং ইনসাফভিত্তিক সমাজ গড়াই তাদের লক্ষ্য। তিনি আরও আশ্বস্ত করে বলেন, “কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অবশ্যই অংশীজনদের বাস্তবমুখী মতামত বিবেচনায় নেব এবং অগ্রাধিকারের ভিত্তিতে তা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”
চিকিৎসকদের নৈতিকতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ওষুধ কোম্পানির নানা সুবিধা ও প্রলোভনে কিছু চিকিৎসক পেশাগত নীতিমালা ভুলে যাচ্ছেন। তিনি বলেন, “একজন চিকিৎসক হালাল আয় ও সম্মানের সঙ্গে সমাজে টিকে থাকতে পারেন। কিন্তু অনেকেই অল্প সময়ের সুবিধার লোভে অবৈধ উপার্জনের পথে হাঁটছেন, যা নৈতিক ও ধর্মীয়ভাবে গুরুতর অপরাধ।”
ওষুধ কোম্পানির দেওয়া গাড়ি, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণসহ বিভিন্ন সুবিধার বিনিময়ে নির্দিষ্ট কোম্পানির ওষুধ অন্ধভাবে লিখে দেওয়াকে তিনি ‘হারাম ও ভয়াবহ অনৈতিক’ বলে মন্তব্য করেন। তার ভাষায়, “আমি যতটুকু হালাল–হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি—এগুলো সম্পূর্ণ হারাম। আগুন দিয়ে কেন পেট ভরবেন?”