নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও ঐক্য বজায় রাখতে হবে। চেয়ারপার্সনের সুস্থতার স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ করছি।”
তিনি আরও জানান, প্রতিদিনই দেশ-বিদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন এবং নানা মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।