January 12, 2026, 6:38 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না” : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা–সংক্রান্ত কিছু তথ্য জনসমক্ষে প্রকাশ করা যায় না। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের এখানে কিছু সিক্রেট খবর থাকে, সব খবর জানানো যায় না।” এ সময় তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রস্তুত।

ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার বিষয়ে উপদেষ্টা জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্যসহ বিভিন্ন বিবেচনায় প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সেই তালিকার সংখ্যা পরিবর্তন হতে পারে। বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংখ্যা নিয়ে প্রশ্ন নাই। যতটুকু দরকার, ততটুকুই কিনবো।” এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি পুনরায় বলেন, “কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের কী কী হাতিয়ার আছে—এগুলো জানানো সম্ভব নয়।”

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার নিয়ে প্রধানত আলোচনা হয়েছে। টেলিফোনে আড়িপাতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে সংস্থা অথরাইজড, তারা আড়ি পাতবে; যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।” পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে জানতে চাইলে তিনি জানান, প্রতিবেদনটি পড়ে এরপর তিনি মন্তব্য করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *