নিজস্ব প্রতিবেদক :
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নীরবে দোয়া করার আহ্বান জানিয়েছেন। তিনি এভারকেয়ার হাসপাতালকে মিলনস্থল বানানোর পরিবর্তে ঘরে বসে বা নিজের অবস্থান থেকে দোয়ার মাধ্যমে সমর্থন জানাতে বলেছেন।
সোমবার (১ ডিসেম্বর) রাতের নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত মুশফিক লিখেছেন, “ম্যাডামের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক তার ওপর। যে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে লোক দেখানো বা রাজনীতিকরণের চেষ্টা করা অনুচিত।” তিনি আরও বলেন, “পাবলিক প্লেসে উচ্চস্বরে দোয়া-কালাম পড়ার কোনো বিধান নেই। এমন আচরণ প্রায়শই লোক দেখানো বা রিয়ার মতো মনে হয়। তাই নীরবে দেশবাসীর সঙ্গে দোয়ায় অংশ নেওয়াই শ্রেয়।”
রাষ্ট্রদূত মুশফিক এসময় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জানান। বর্তমানে খালেদা জিয়া লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস ও শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ অবস্থায় ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।