নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১ ডিসেম্বর ২০২৫) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মো. নাজমুল হাসানকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নেওয়াজ খান বাপ্পী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ হক। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন, নুরুল হক নুর, মো. রাশেদ খান, হাসান আল মামুন।
কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।