নিজস্ব প্রতিবেদক :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে তার সাজা ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল।” সোমবার (১ ডিসেম্বর) রাজধানী পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক-এর প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপকে ২ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার জরিমানা দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও কার্যকর হবে।
প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, “এই ক্যাঙ্গারু আদালতের রায় যতটা অনুমানযোগ্য, ঠিক ততটাই অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত রায়কে তার যথাযথ মর্যাদায় অবমাননা হিসেবে বিবেচনা করা হবে।” তিনি আরও জানান, তার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের নির্বাচনী এলাকার মানুষের প্রতি ছিল, এবং তিনি “বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নন।”
এর আগে, এই বছরের শুরুতে লেবার পার্টির এমপি টিউলিপ তার মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন। তার নাম বাংলাদেশের দুর্নীতি মামলায় আসার পর ব্রিটেনে পদত্যাগের দাবিও উঠেছিল। বাংলাদেশের সরকারী সূত্র বলছে, রায়গুলো “সম্পূর্ণরূপে অনুমানযোগ্য।” উল্লেখ্য, গত সপ্তাহে শেখ হাসিনাকে অন্যান্য দুর্নীতির মামলায় সম্মিলিতভাবে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং পৃথক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। স্কাই নিউজ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।