নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ মো. তাহের। তিনি বলেন, বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, বরং দেশের সত্যিকারের দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী হিসেবে গোটা দেশের জন্য অমূল্য সম্পদ।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মো. তাহের এ মন্তব্য করেন। গত সপ্তাহে তার হার্টে রিং বসানো হয়েছিল।
তিনি আরও বলেন, “বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা উৎকণ্ঠিত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সকল দলের মধ্যে আরও বেশি সমঝোতা ও ঐক্যের প্রয়োজন। আগামী দিনের রাজনীতি সামলাতে সবাইকে প্রাজ্ঞ ও ঐক্যবদ্ধ হতে হবে।”