স্পোর্টস ডেস্ক :
সিরি ‘আ’-তে পিসার বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিলানকে রক্ষা করলেন লাউতারো মার্টিনেজ। রোববার (৩০ নভেম্বর) ম্যাচে পিছিয়ে পড়ার শঙ্কায় থাকা ইন্টারকে ফেরান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের ৬৯ মিনিটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন মার্টিনেজ। ৮৩ মিনিটে দুর্দান্ত আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শুধু জয়ে ভূমিকা রাখাই নয়—এই ম্যাচটি মার্টিনেজের ব্যক্তিগত ক্যারিয়ারেও বিশেষ এক মাইলফলক।
পিসার বিপক্ষে মাঠে নামা ছিল তার সিরি ‘আ’-তে ২৫০তম ম্যাচ। একই সঙ্গে তিনি ইতালিয়ান লিগে ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। ইন্টার মিলানের হয়ে ৩৫২ ম্যাচে এখন পর্যন্ত ১৬৩ গোল করেছেন মার্টিনেজ। এই জোড়া গোলের সুবাদে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সান্দ্রো মাজ্জোলাকে পেছনে ফেলেছেন।এখন তার সামনে রয়েছেন আলেসান্দ্রো বোনিনসেগনা— যার রেকর্ড ১৭১ গোল। মাত্র ৯ গোল করলেই তাকে ছাড়িয়ে যাবেন লাউতারো। আর সর্বোচ্চ গোলদাতা জিউসেপে মেয়াজার রেকর্ড ২৮৪ গোল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লাউতারোর গোল সংখ্যা ১০। এদিকে সিরি ‘আ’-তে ১৩ ম্যাচ শেষে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট, যেখানে এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮। গোল ব্যবধানের ভিত্তিতে শীর্ষে রয়েছে এসি মিলান।