নিজস্ব প্রতিবেদক :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় প্রজাতির প্রাণিজ সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই সরকারের লক্ষ্য। তিনি স্পষ্ট করেছেন, সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয়। এ কথা তিনি বলেন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত র্যালি শেষে। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে শেষ হয়। র্যালির পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত ‘প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আখতার। তিনি বলেন, দেশীয় প্রাণিজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। উপদেষ্টা পোল্ট্রি সেক্টরে আমদানি নির্ভরতা কমানোর গুরুত্বেও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পোল্ট্রি শিল্পের জন্য ভুট্টা ও সয়াবিন আমদানির ওপর নির্ভরতা কমাতে হলে কৃষি খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এছাড়া, তিনি এলডিসি থেকে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রসঙ্গে বলেন, ২০২৬ সালে এটি রাজনৈতিক সিদ্ধান্ত হলেও এখনো প্রয়োজনীয় সক্ষমতা পুরোপুরি তৈরি হয়নি। ফলে সঠিক পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। সেমিনারে ক্ষুদ্র খামারিদের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, পোল্ট্রি ফিডের সংকট সমাধান জরুরি। ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে ফিড সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে এবং তাদের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসার জন্য এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হবে। সেমিনারে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা, নিরাপদ খাদ্য উৎপাদন, মানোন্নয়ন, বাজার ব্যবস্থা, গবেষণা-উদ্ভাবন এবং ক্ষুদ্র খামারির টেকসই উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল কৃষি-প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। সেমিনার পরিচালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। উল্লেখ্য, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ রাজধানীসহ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে।