January 12, 2026, 11:07 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার: সিআইসির দাবি

অনলাইন ডেস্ক :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের একটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান শাখায় আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়।

সিআইসির এক কর্মকর্তা জানান, ১৭ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটির অবস্থান শনাক্ত করে জব্দ করা হয়। তবে শেখ হাসিনা দেশত্যাগ করায় আইনি জটিলতার কারণে এতদিন লকার ভাঙা সম্ভব হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে লকার খোলা হলে সেখানে স্বর্ণালংকারসহ বেশ কিছু উপহারসামগ্রী পাওয়া যায়।

তাদের হিসাব অনুযায়ী, প্রতি ভরি ২ লাখ টাকা দরে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ৬৪ লাখ টাকা। সিআইসির দাবি, লকারে পাওয়া উপহারসামগ্রী রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হয়েছিল, যা আইন লঙ্ঘনের শামিল হতে পারে। এ ঘটনায় নতুন মামলা হতে পারে বলেও তারা ইঙ্গিত দেন।

এর আগে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারও জব্দ করা হয়। এনবিআর সূত্র জানায়, একই শাখায় তার দুটি ব্যাংক হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং ৪৪ লাখ টাকার আমানত পাওয়া গেছে। এদিকে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার দিন আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *