January 10, 2026, 8:06 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শ্রীলঙ্কাকে জিততেই হবে, নয়তো পাকিস্তান-জিম্বাবুয়ে ফাইনাল

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকরা আগেই জায়গা করে নিয়েছে ফাইনালে। এখন বাকি আর একটি স্লট- যার জন্য লড়াই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। মঙ্গলবার জিম্বাবুয়েকে হারিয়ে আশা জিইয়ে রাখলেও শ্রীলঙ্কার সামনে এখন একটাই সমীকরণ-কাল পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। হারলেই ফাইনালে খেলবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুতেই চাপে পড়ে। মাত্র ১৭ রানে দুই ওপেনারকে ফিরিয়ে দেন মাহিশ থিকশানা। পরে ওয়ানিন্দু হাসারাঙ্গা টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নিলে স্কোরবোর্ড থমকে যায়।

স্পিন-গতির মিশ্রণে নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৬। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল; ওপেনার ব্রায়ান বেনেট করেন ৩৪। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো শুরু এনে দেন। মিশারার আউটের পর আর কোনো বিপদে পড়েনি লঙ্কানরা। ১৭তম ওভারেই ম্যাচ শেষ করে ফেলে তারা।

দিনের নায়কের নাম নিসাঙ্কা-৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র দুই রান দূরে থাকতেই দল জয় পেয়ে যাওয়ায় সেঞ্চুরি মিস করেন। ৫৮ বলের তার এই ঝড়ো ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কা। অপর প্রান্তে কুশল মেন্ডিস খেলেন ২৫ রানের শান্ত ইনিংস, দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৮৯ রানের। এই ইনিংস খেলতে গিয়ে কুশল পেরেরাকে (২৩০৫) টপকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন পাথুম নিসাঙ্কা। তার বর্তমান রান ২৩২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *