নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি তাদের বাংলাদেশি পাসপোর্টকেও ভোটার তালিকায় পরিচয় হিসেবে গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-কে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, সিইসিও এ বিষয়ে ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, “প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছে। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি এবং যেখানে যোগাযোগ বা যাতায়াতের কারণে নিবন্ধন করা কঠিন, সেসব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।”
তিনি আরও জানান, “বেশিরভাগ প্রবাসীর এনআইডি না থাকার কারণে আমরা অনুরোধ করেছি, পাসপোর্টের মাধ্যমে আবেদনকারীদের তথ্য ও ছবি যাচাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। জাল পাসপোর্ট বা অননুমোদিত প্রবাসীকে ভিসা বা ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে রক্ষা করতে এটি কার্যকর হবে।” নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন বিএনপির কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সহযোগিতা চেয়েছে। বিএনপি নিশ্চিত করেছে, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘ আন্দোলনের ফলাফলকে পূর্ণতা দিতে দলের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “দূতাবাসের সক্ষমতা সীমিত হলেও গত ১৯ নভেম্বর থেকে প্রায় ৩২ হাজার প্রবাসী ইতোমধ্যেই নিবন্ধিত হয়েছেন, যা ইতিবাচক অগ্রগতি। বিএনপিও তাদের নেতা ও সমর্থকদের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধনের জন্য উৎসাহিত করছে।” লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলির বিষয়ে তিনি মন্তব্য করেন, “এটি রাজনৈতিক দলের দাবি হিসেবে ধরা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়া সবসময় ভালো ফলাফল দেয় না।”