জেডটিভি ডেস্ক,
শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বেতন-ভাতা কাঠামোর উন্নয়ন, পদোন্নতি, পূর্ণাঙ্গ টাইম স্কেল, অবসর সুবিধা, ও চাকরির নিরাপত্তাসহ নানা দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ক্লাস বর্জন ও সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক সংগঠনের নেতারা, যাঁরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, আমাদের দাবি যৌক্তিক, এটা শিক্ষা মন্ত্রণালয়ও স্বীকার করেছেন। কিন্তু তারা যৌক্তিক দাবি পূরণে গড়িমসি করছেন। আমরা দাবি আদায়ে ৩০ দিন সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবো।