নিজস্ব প্রতিবেদক :
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন মুশফিকুর রহিম। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ উইকেটরক্ষক–ব্যাটার। শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিনি তুলে নিয়েছেন অপরাজিত অর্ধশতক, আর সেই সঙ্গে দেশ–বিদেশের ক্রিকেট অঙ্গন থেকে পাচ্ছেন একের পর এক শুভেচ্ছা।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং আইসিসির প্রকাশিত ভিডিও বার্তায় মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেন,
“১০০ টেস্ট খেলা এক অসাধারণ অর্জন। এত দীর্ঘ সময় উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখা একজন সত্যিকারের মানসম্মত ক্রিকেটারের পরিচয়। তার এই মাইলফলকের জন্য শুভকামনা।”
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দীমুথ করুনারত্নেও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,
“মুশফিকুর রহিমের জন্য আজ একটি বিশেষ দিন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট—অভিনন্দন ভাই।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮২ ওভারে ৪ উইকেটে ২৬৭ রান।