নিজস্ব প্রতিবেদক :
মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ও পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ। এই দাবিতে বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টিম রনভেরীর মুখপাত্র আব্দুল কারিম রাজ, তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদের দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম এবং বাংলাদেশ ডিজিএফপি এমটিএর সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান প্রমুখ।
বক্তারা জানান, স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনও বৈষম্যমূলক বেতন ও পদমর্যাদার শিকার। তিন দশকেও তাদের ১০ম গ্রেড পদমর্যাদা বাস্তবায়িত হয়নি। ১৯৮৯ সালের পর থেকে এই দাবিটি বারবার সংশ্লিষ্ট বিভাগের কাছে উপস্থাপন করা হলেও, প্রশাসনিক জটিলতা এবং দফতরী অনীহার কারণে অগ্রগতি হয়নি।
তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির পর থেকে মেডিকেল টেকনোলজিস্টদেরও দাবি জোরদার হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে। ২ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসার পরও বাস্তবায়ন এখনও বাকি। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, ১০ম গ্রেড বাস্তবায়িত হলে কোনো আইন, বিধিমালা বা চেইন অব কমান্ডে সমস্যা হবে না। সংশ্লিষ্ট ফাইলটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। মানববন্ধনে বক্তারা আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে পদমর্যাদা ও বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করা হবে।