January 10, 2026, 8:04 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দলে নেই রাকিব ও তপু

স্পোর্টস ডেস্ক :

এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের লড়াইতে বাংলাদেশ শনিবার সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে খেলবে, কিন্তু দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ অংশগ্রহণ করতে পারবেন না। সিঙ্গাপুর ইতোমধ্যে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপ খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। মঙ্গলবার হংকংকে ২-১ গোলে হারিয়ে তারা গ্রুপে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। হংকং শেষ ম্যাচে ভারতকে হারালে এবং বাংলাদেশ সিঙ্গাপুরকে হারালে দুই দলের পয়েন্ট সমান হবে, কিন্তু হেড-টু-হেড ব্যবধানে সিঙ্গাপুর এগিয়ে থাকছে।

বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচে ১-২ গোলে হেরে গেছে। শেষ ম্যাচে জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে হামজা-জামালরা বাছাইপর্ব শেষ করতে পারবে, অন্যথায় এশিয়া কাপ মিস হওয়ার সম্ভাবনা থাকবে। রাকিব ও তপু দুটি করে হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলার যোগ্যতা হারিয়েছেন। আগের ম্যাচে তারা ভারতকে বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন, যা তাদের এশিয়ান কাপ বাছাইপর্বে দুই হলুদ কার্ডের শর্তে অযোগ্য করেছে। এর আগে ফাহমিদুলও একই নিয়মে ভারত ম্যাচে খেলতে পারেননি।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড পেয়েছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হৃদয় ও মজিবুর রহমান কার্ড পান। ১০ জুন সিঙ্গাপুরের হোম ম্যাচে চার খেলোয়াড় – শাকিল আহাদ, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল কার্ড পান। ৯ অক্টোবর ঢাকায় রাকিব হোসেন কার্ড দেখেন, ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কাজী কার্ড পান। মঙ্গলবার শেষ হোম ম্যাচে আবার রাকিব ও তপু হলুদ কার্ড পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *