নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “রায় ঘোষণার পর কোনো রকম অস্থিরতা দেখা দেয়নি। বিজয় দিবস উপলক্ষেও কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। সব সরকারি কর্মসূচি পূর্বনির্ধারিতভাবে চলবে।”
তিনি আরও জানান, “গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না। কর্মসূচির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই।”
এছাড়া, গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া ও পরে ফেরত দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এই তথ্য প্রথম শুনলাম। অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে। এটি অপরাধ কিনা তা যাচাই করা হবে।”