স্পোর্টস ডেস্ক :
মুশফিকুর রহিমের শততম টেস্টে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আশাব্যঞ্জক শুরুর পরও ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় গড়েছিলেন ১৬৮ রানের রেকর্ড উদ্বোধনী জুটি। বুধবার দ্বিতীয় দিনের শুরুতেও দুজন ভালোভাবে এগোচ্ছিলেন; তবে সেট হয়েও কেউই হাফসেঞ্চুরি স্পর্শ করতে পারেননি।সাদমান ৩৫ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন ম্যাথু ম্যাকব্রাইনের বলে।
আম্পায়ার আউট না দিলেও রিভিউ সফল করেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ৫২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। জয় এরপর ধৈর্য ধরে ব্যাট করলেও দীর্ঘ সময় বাউন্ডারি না পাওয়ায় চাপ বাড়ে। চাপ কাটাতে বড় শট খেলতে গিয়ে ম্যাকব্রাইনের বলে মিড-অফে ক্যাচ দেন বদলি ফিল্ডার ম্যাককার্থির হাতে। তার সংগ্রহ ৩৪।
দুটি উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। বাউন্ডারিহীন দীর্ঘ সময় শেষে ম্যাকব্রাইনের বলে লং অনে ছক্কা মেরে খরা কাটান তিনি। কিন্তু পরের বলেই ঘটে বিপত্তি। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা বল কিছুটা লাফিয়ে ভেতরে ঢুকে তার ব্যাটের কানায় লেগে সরাসরি আঘাত হানে অফ স্টাম্পে। মাত্র ৮ রানে থামে শান্তর ইনিংস। বাংলাদেশের তৃতীয় উইকেট পড়ে ৯৫ রানে-সব কটিই ম্যাকব্রাইনের শিকার। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশকে সামাল দিচ্ছেন দুজন অভিজ্ঞ ব্যাটার-মুমিনুল হক ১৭ এবং ক্যারিয়ারের শততম টেস্টে মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত আছেন।