অনলাইন ডেস্ক :
ভারতের বিপক্ষে ২২ বছর পর অবিস্মরণীয় জয় উদযাপনের রাত পেরিয়ে, জাতীয় দলের বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ব্যস্ততা এখন ফিরে গেছে তাদের নিজ নিজ ক্লাব বা পরিবারের কাছে। বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন ম্যাচের অন্যতম নায়ক হামজা চৌধুরী।
লেস্টার সিটিতে ফিরলেন হামজা চৌধুরী :
ফিফার আন্তর্জাতিক বিরতিতে লেস্টার সিটি থেকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আসেন হামজা। কাজের উইন্ডো শেষ হওয়ায় দ্রুতই তাকে ক্লাবে ফিরতে হয়েছে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ৩১ মার্চ, সিঙ্গাপুরে- তার আগে জাতীয় দলে আর দেখা যাবে না হামজাকে। ফলে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন আরও চার মাস।
সিলেটে পরিবারের সঙ্গে সময় কাটাবেন সামিত সোম :
দলের আরেক সদস্য সামিত সোম দেশে কয়েকদিন ছুটি কাটাবেন। কানাডার লিগে বিরতি থাকায় তিনি আজ সকালে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েই ক্লাবে ফিরবেন তিনি। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদও দ্রুতই দেশ ছাড়বেন। বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ত্যাগের পরিকল্পনা রয়েছে তার।
স্থানীয় খেলোয়াড়দের ফেরা ক্লাবে :
উচ্চসফল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়ে নিজ নিজ ক্লাবে যোগ দিচ্ছেন। বিশ্রামের সুযোগ সীমিত-কারণ আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচি।