নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ চাহিদা আহ্বান করেছে। পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে শূন্যপদ সম্পর্কিত তথ্য জমা দিতে হবে।
এনটিআরসিএ মঙ্গলবার (১৮ নভেম্বর) এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শূন্যপদ অনলাইনে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এনটিআরসিএ আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে, শুধুমাত্র সেগুলোর তথ্যই গ্রহণ করা হবে। অনলাইনে তথ্য জমা দেওয়ার তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
উল্লেখ্য, এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষকদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করে আসছে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়।