January 11, 2026, 11:50 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

দেশের শান্তি নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর: কাদের সিদ্দিকী

দেশের শান্তি নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর: কাদের সিদ্দিকী
দেশের শান্তি নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক :

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তীব্র ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন- সরকারের সঙ্গে কোনো আলোচনায় তিনি যাবেন না, অন্তত আসন্ন নির্বাচন পর্যন্ত। রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাষ্ট্রে সর্বোচ্চ কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুদায়িত্ব এখন ইসিরই। কাদের সিদ্দিকী জানান, গত ১৫ মাস ধরে তিনি সরকারের ডাকে কোনো আলোচনায় যাননি, এবং নির্বাচনের আগে সে সিদ্ধান্ত বদলানোরও কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “তফসিলের পর সরকারের কাজ শুধু ইসির সিদ্ধান্ত পালন করা। অতীতে ইসি সরকারের ইচ্ছা পূরণ করেছে— সেটি ছিল অত্যন্ত দুঃখজনক। এখন নিজেদের প্রতিষ্ঠা করার সময় এসেছে।” গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তকে তিনি ‘বড় ভুল’ উল্লেখ করে বলেন, ৭০–৮০ শতাংশ মানুষ গণভোটে অংশ না নিলে পুরো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বঙ্গবীর বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বিএনপি-জামায়াত বা অন্য কোনো শক্তির কারণে নয়; বরং তা ছিল ‘আল্লাহর গজব’। জামায়াতকে সম্মানের অযোগ্য বলে উল্লেখ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের জন্য যদি জামায়াত ক্ষমা চাইত, তবে আমি তাদেরও সম্মান করতাম।”

নিজের অভিজ্ঞতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত নির্বাচনে অন্তত ২১টি ভোটকেন্দ্রের ফলাফলে অসংগতি দেখেছেন।
একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “বিকাল ৪টা ১৩ মিনিটে যেখানে ভোট ছিল ১৭০৮, পরে সেটি হয়ে যায় ২৬০০।’’তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে, তবে শেখ হাসিনার পতনে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের আদর্শ হারিয়ে যাবে না। কাদের সিদ্দিকী বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারলে বাংলাদেশ আরও শান্তিপূর্ণ দেশ হয়ে উঠবে- এমনকি সুইজারল্যান্ডের চেয়েও।” ইসিকে সতর্ক করে তিনি আরও বলেন, “বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে- সেটা মাথায় রেখে প্রস্তুত থাকতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *