নিজস্ব প্রতিবেদক :
পেঁয়াজ আমদানির অনুমোদনের জন্য দুই হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাজারে পেঁয়াজের দাম সাময়িকভাবে বেড়েছে, তবে এ বছর আমরা হাইফ্লো মেশিনের মাধ্যমে যথেষ্ট সরবরাহ নিশ্চিত করেছি। তাই হয়তো পেঁয়াজ আমদানি করার প্রয়োজন পড়বে না। তবুও দুই হাজারের বেশি আবেদন এসেছে। আমদানির ফলে কৃষকরা বড় ধরনের সুবিধা পাবে।”
তিনি আরও বলেন, “দেশে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। কিছু দূষ্কৃতকারী দাম বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। আমাদের প্রোডাকশন এবং কৃষকদের উৎপাদনই ভোক্তাদের চাহিদা পূরণ করবে।”
উপদেষ্টা জানান, এ বছর আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত দাম অনুযায়ী আমনের প্রতি কেজি ৩৪ টাকা ও ৩৯ টাকা, আতপ ও সিদ্ধ চাল প্রতি কেজি ৫০ টাকা। সবজির উৎপাদনও ভালো হয়েছে, এবং বাজারের সবজির দাম যৌক্তিক। তবে আলু চাষিরা এবার ক্ষতির মুখে পড়েছেন। তিনি বলেন, “আলু চাষিরা এবার ভালো দাম পাননি। তাই তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে।”