স্পোর্টস ডেস্ক :
আইপিএলের গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করা দলটি এবার কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে। আগেই চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে অভিষেক নায়ারকে, আর মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এবার সেই দলে নতুন সংযোজন — অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা শেন ওয়াটসন, যিনি কেকেআরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
এছাড়া নিউজিল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদিকেও কোচিং সেটআপে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়াটসন বলেন, “কলকাতা নাইট রাইডার্সের মতো ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা সত্যিই গর্বের। কলকাতার সমর্থকরা যে উচ্ছ্বাস ও ভালোবাসা দেখায়, তা অনন্য। দলকে আরেকটি শিরোপা এনে দিতে কোচিং গ্রুপ ও খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।” এটি ওয়াটসনের আইপিএলে দ্বিতীয় কোচিং অধ্যায়। এর আগে তিনি ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের এমএলসি ক্লাব সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসন খেলোয়াড়ি জীবনে ছিলেন একাধিক ফ্র্যাঞ্চাইজির সাফল্যের মূল নায়ক।
তিনি ২০০৭ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য, পাশাপাশি আইপিএল, বিগ ব্যাশ ও পিএসএলে ট্রফি জিতেছেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের প্রথম আসরে শিরোপা জেতার পাশাপাশি হয়েছিলেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’। পরে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৮ মৌসুমে ফাইনালে সেঞ্চুরি করে দলকে শিরোপা এনে দেন তিনি।