নিজস্ব প্রতিবেদক :
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির কাছে আদেশটি প্রেরণের আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এতে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে, এবং রাষ্ট্রপতির কাছে পাঠানোর পূর্বেই প্রধান উপদেষ্টা এটির সারসংক্ষেপে স্বাক্ষর করেন।
জুলাই জাতীয় সনদের লক্ষ্য হলো সংবিধান সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।