জেডটিভি বাংলা ডেস্ক:
স্ত্রীকে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা নিয়মিত হাজিরা দিচ্ছেন না, বরং আদালতের নির্দেশ অমান্য করছেন। এ কারণে আমরা তাদের জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, মামলার এজাহার সূত্রে জানা যায়, হিরো আলমের সঙ্গে তার স্ত্রী রিয়া মনির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরে রিয়াকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম।
পরবর্তীতে গত ২১ জুন পারিবারিক মীমাংসার উদ্দেশ্যে রিয়া মনিকে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডাকা হয়। সেখানে উপস্থিত হওয়ার পর রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হিরো আলমসহ আরও ১০ থেকে ১২ জন লোক ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এসময় বাদীর গলায় থাকা ‘দের ভরি’ ওজনের স্বর্ণের চেইন কৌশলে তারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার পর ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় হিরো আলম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ আনা হয়— হিরো আলম হত্যার উদ্দেশ্যে তার স্ত্রীকে আঘাত করেছেন, ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং সম্পদ লুট করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আশরাফুল আলম ওরফে হিরো আলম সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ও গানের মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র ও রাজনীতিতেও সক্রিয় হন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে তিনি প্রায়ই আলোচনায় রয়েছেন।