January 11, 2026, 8:44 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড আর নেই

বিনোদন ডেস্ক :

হলিউডের খ্যাতনামা অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি-কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে গুরুতর আঘাত পান স্যালি। এ ছাড়া তিনি আগে থেকেই হাড়ের সংক্রমণ এবং স্মৃতিভ্রংশজনিত সমস্যা (ডিমেনশিয়া)-তে ভুগছিলেন। সংক্রমণটি পরবর্তীতে রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

নিউ ইয়র্কে জন্ম নেওয়া স্যালি কার্কল্যান্ডের অভিনয় জীবন শুরু হয় অফ-ব্রডওয়ে প্রযোজনা ও অ্যাভান্ট-গার্ড থিয়েটারের মাধ্যমে। ১৯৮৪ সালে ‘ফেইটাল গেমস’ চলচ্চিত্রে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তার ক্যারিয়ারের বড় সাফল্য আসে ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনা’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমার জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বেশ কয়েকটি টেলিভিশন সিরিজেও নিয়মিত মুখ ছিলেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন চলচ্চিত্র অঙ্গন। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্যালি কার্কল্যান্ডের স্মৃতি ও অবদানের কথা স্মরণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *