স্পোর্টস ডেস্ক :
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মিশ্র বিভাগের সেমিফাইনালে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ফলে স্বাগতিকদের জন্য অন্তত রৌপ্য পদক নিশ্চিত। বাংলাদেশ এশিয়ান আরচ্যারিতে তৃতীয়বারের মতো স্বাগতিক। আয়োজক হিসেবে আরচারি ফেডারেশন যথেষ্ট দক্ষতা প্রদর্শন করেছে। হিমু বাছাড় ও বন্যা আক্তার শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ১৬০ স্কোরের মধ্যে ১৫৮ পয়েন্ট অর্জন করে দেশের রৌপ্য নিশ্চিত করেছেন।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। হিমু বলেন, “কোরিয়াকে হারিয়েছি, ভারতকেও হারানো সম্ভব। আমরা স্বর্ণের জন্য খেলব।” বন্যা আক্তারও এই ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, “আমরা নিজেদের সেরাটা দিয়েছি, তাই ফাইনালে উঠতে পেরেছি।” বিশ্ব আরচ্যারির বড় শক্তি কোরিয়াকে হারানোয় বন্যা আরও বললেন, “গত তিন বছরে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আমরা স্বাভাবিক খেলায় কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীকে হারাতে পেরেছি।” তবে কম্পাউন্ড আরচ্যাররা এখনও রিকার্ভ বিভাগে তুলনায় সুযোগ-সুবিধায় পিছিয়ে। বন্যা ও আশিক দাবি করেছেন, বিদেশি কোচ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি পেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল সম্ভব।
আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জানান, “২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কম্পাউন্ড অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আলাদা পরিকল্পনা ও কোচিং তৈরি করছি। এই ফলাফল আমাদের আরও উৎসাহিত করছে।”