নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকা-সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি – ‘স্বার্থের সংঘাত’ তৈরি করছে। রাজধানীর গুলশানে নিজের বাসভবনে বুধবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারের। কিন্তু একই ব্যক্তির কমিশন ও সরকারের নেতৃত্বের কারণে সুপারিশগুলো সনদের মূল রূপরেখা থেকে অনেকটা দূরে সরে গেছে।”
তিনি নোট করেছেন যে, নোট অব ডিসেন্ট ছাড়া কোনো গণভোট ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। সালাহউদ্দিন বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, তারা নির্বাচনে অংশগ্রহণ ও জনগণকে উদ্বুদ্ধ করবে, কিন্তু সরকারকে অনুরোধ রাখছেন, কোনো পদক্ষেপ যেন জাতিকে বিভক্ত না করে। সালাহউদ্দিন আরও বলেন, জুলাই জাতীয় সনদে প্রায় ৮৪টি দফা রয়েছে। নোট অব ডিসেন্ট প্রথাগত নয়; এটি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের সুযোগ দেয়। গণভোটের সময় নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, তা একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে করা যৌক্তিক এবং খরচ সাশ্রয়ী।
বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত প্রস্তাব আসেনি, তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও অপেক্ষা প্রয়োজন। দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের প্রসঙ্গে তিনি বলেন, তা অন্তর্ভুক্তিমূলক ছিল না। তবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ হবে – এ ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।