স্পোর্টস ডেস্ক :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়িয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে আইসিসি। ওয়ানডে সুপার লিগও পুনরায় চালুর পথে রয়েছে। গত সপ্তাহে আইসিসির বোর্ড ও প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এই দুটি প্রতিযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ওয়র্কিং গ্রুপের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রজার টোজ। আলোচনায়, টেস্ট চ্যাম্পিয়নশিপকে দুটি ডিভিশনে ভাগ করার প্রস্তাব বাতিল হয়েছে। কারণ পূর্ণ সদস্য দেশগুলো ইতিমধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ পরিকল্পনা করেছে, যা ২০২৭-২৯ চক্রের অন্তর্ভুক্ত হবে।
এর পরিবর্তে, ওয়র্কিং গ্রুপ ৯ থেকে ১২ দল পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে। বাস্তবায়িত হলে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো কম খেলোয়াড়ী টেস্ট দলগুলোও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবে। এতে তাদের অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক মান বাড়বে। অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটেও নতুন সুপার লিগ চালুর পরিকল্পনা চলছে। ২০২৩ সালের বিশ্বকাপের পর বাতিল হওয়া এই লিগটি ২০২৮ সাল থেকে পুনরায় শুরু হতে পারে। তবে, কতটি দল এতে অংশ নেবে তা এখনও চূড়ান্ত নয়। আইসিসির লক্ষ্য, দুটি ফরম্যাটেই বিশ্ব ক্রিকেটকে আরও সমন্বিত, প্রতিযোগিতামূলক এবং অর্থনৈতিকভাবে টেকসই করা।