বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর কথা সকলেই জানেন। প্রতিদিনই সেখানে অনুরাগীদের ভিড় লেগেই থাকে। কিন্তু তার পানভেলের খামারবাড়ি নিয়ে মানুষের কৌতূহল আরও বেশি। এবার সেই খামারবাড়ির অন্দরমহলের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী শেহনাজ গিল। ‘বিগ বস ১৩’ থেকেই সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে শেহনাজের। পরে সালমানের প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এও অভিনয় করার সুযোগ পান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ বলেন, “ছবির সময় আমরা সালমান স্যারের খামারবাড়িতে গিয়েছিলাম। সেখানে আমরা দুই দিন ছিলাম, খুব মজা করেছি।”
খামারবাড়ির অভিজ্ঞতা জানাতে গিয়ে শেহনাজ বলেন, “আমরা বাইক আর এটিভি চালিয়ে চারপাশে ঘুরতাম। সালমান স্যার নিজে গাছ থেকে ফল তুলতেন। উনি খুবই দেশি ভাবনার মানুষ – সারাদিন কৃষকদের মতো কাজ করেন।” শেহনাজ আরও জানান, সালমান খানের সঙ্গে সময় কাটানোর বড় অংশটাই ছিল কাজের আলোচনা। “আমরা পার্টি করতাম ঠিকই, কিন্তু স্যার সবসময় অভিনয় আর সিনেমা নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্য কীভাবে করতে হয়, সেটাও আমাদের শেখাতেন। তার কাছে সিনেমা নিয়ে অগাধ জ্ঞান – উনি সেটা সবার সঙ্গে ভাগ করে নেন।”
ভাইজানের খামারবাড়ি – তারকা নয়, এক কর্মঠ মানুষের ঠিকানা সালমান খানের পানভেলের সেই খামারবাড়ি শুধু বিশ্রামের জায়গা নয়, বরং তার কৃষিপ্রেম আর সরল জীবনধারার প্রতিফলন। শেহনাজের বর্ণনা বলিউডের এই সুপারস্টারকে যেন এক নতুন রূপে তুলে ধরেছে – ক্যামেরার পেছনে এক সাধারণ, পরিশ্রমী মানুষ হিসেবে।